ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুর্যের বুকে হেঁটে বেড়াবে বুধগ্রহ

প্রকাশিত: ০৫:৫২, ৮ মে ২০১৬

সুর্যের বুকে হেঁটে বেড়াবে বুধগ্রহ

সূর্যের ওপর দিয়ে হেঁটে বেড়াবে পিচ্চি গ্রহ বুধ। আগামীকাল সোমবার বিকেলে অস্তাচলগামী সূর্যের দিকে টেলিস্কোপ তাক করলে এমনটাই দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের ওপর কালো তিলের মতো আকারে দেখা যাবে বুধগ্রহ। এ মহাজাগতিক ঘটনার নাম তারা দিয়েছেন সূর্যের ওপরে বুধের সরণ (মারকিউরি ট্রানজিট)। বছর দশেক আগে এমনটি শেষবারের মতো দেখা গিয়েছিল। বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের অনেক দেশ থেকে বিরল এ মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে। ভাল করে দেখা যাবে উত্তর আমেরিকার পূর্ব প্রান্ত লাতিন আমেরিকার উত্তরাংশ উত্তর-পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চল থেকে। তবে সাবধান থাকতে হবে, উপযুক্ত সোলার ফিল্টারসহ টেলিস্কোপ ছাড়া খালি চোখে এ দৃশ্য দেখার চেষ্টা করা ঠিক হবে না। ৮ লাখ ৬৫ হাজার মাইল দৈর্ঘ্যরে সূর্যের ব্যাস অতিক্রম করতে বুধের সময় লাগবে প্রায় সাড়ে সাত ঘণ্টা। সৌরজগতে কক্ষপথে তৃতীয় গ্রহ পৃথিবী। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে বুধ ও শুক্র। শুধু বুধ নয়, সূর্যের ওপর দিয়ে শুক্রের সরণও পৃথিবী থেকে দেখা যায়। তবে তা খুবই বিরল ঘটনা। বুধের সরণও বিরল। তবে তা শুক্রের মতো নয়। জ্যোতির্বিজ্ঞানীরা হুঁশিয়ার করে বলেছেন, বিকেলে সূর্যের দিকে কারও খালি চোখে তাকানো উচিত হবে না। তাতে চোখের ক্ষতির আশঙ্কা রয়েছে। টেলিস্কোপে সোলার ফিল্টার লাগিয়ে এটি দেখা যেতে পারে। ভারতে এই দৃশ্য দেখা যাবে বিকেল ৪টা ৩২ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বাংলাদেশে বিকেল ৫টা ২ মিনিট থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত। এর পর ২০১৯ সালের ১১ নবেম্বর ও তারপর ২০৩২ সালের ১৬ নবেম্বর পরবর্তী সরণগুলো দেখা যাবে। Ñটেলিগ্রাফ ও আনন্দবাজার পত্রিকা
×