ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হঠাৎ পড়ল আধামণ ওজনের শিলা

প্রকাশিত: ০৫:৪৮, ৮ মে ২০১৬

রাজশাহীতে হঠাৎ  পড়ল আধামণ  ওজনের শিলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিকেলে রাজশাহীর আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা। মাঝে মাঝে দুই-এক ফোঁটা বৃষ্টি শুরুর সঙ্গে যেন আকাশ ভেঙ্গে পড়ল বিশাল আকৃতির শিলা। এমন ঘটনায় আশেপাশের মানুষ হতবাক। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে জেলার তানোর উপজেলার সদর বাজারে শামসুদ্দিনের মার্কেটের সামনে এসে পড়ে শিলাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শিলটির ওজন ২০ থেকে ২৫ কেজি। শামসুদ্দিন মার্কেটের সামনে সাইকেল মেকার রইস উদ্দিন জানান, আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। সবে দুই-এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। এমন সময় শিলটি পড়ে। এতে বিকট শব্দ হয়। আশপাশের মানুষ বিষয়টি দেখে অবাক হয়ে যায়। কোন বৃষ্টি নেই, ঝড় নেই অথচ আকাশ থেকে এমন শিল পড়ল। তিনি আরও জানান, শিলটি পড়ে কয়েক খ- হয়ে যায়। ওই সময় স্থানীয় কয়েকজন মোবাইলে ছবিও তুলে রাখেন। প্রাথমিক বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় ওই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×