ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভুয়া এ্যাকাউন্ট ঠেকাতে

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ এপ্রিল ২০১৬

ভুয়া এ্যাকাউন্ট ঠেকাতে

ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় ভুয়া এ্যাকাউন্ট বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। একজনের নাম ও ছবি ব্যবহার করে আরেকজন ফেবু এ্যাকাউন্ট খুলে বসে। এতে প্রকৃত এ্যাকাউন্টধারীরা ফ্রেন্ডদের কাছে বিব্রতকর অবস্থায় পড়েন। এ অবস্থা থেকে নিষ্কৃতি দিতে এগিয়ে এসেছে ফেসবুক। ফেসবুক এখন নতুন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ইমপার্সোনেটেড বা একজনের নামে খুলে বসা আরেকজনের এ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সহায়তা করবে। নতুন এই টুলটি কাজ করবে একই নাম ও ছবিসংবলিত এ্যাকাউন্টগুলো নিয়ে। একই রকম এ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটির কাছে নোটিফিকেশন পাঠাবে যে, তার এ্যাকাউন্টকে জাল করে কেউ নতুন একটা খুলেছে। এছাড়া ব্যবহারকারীদের রিকোয়েস্ট অনুযায়ী যে কোন এ্যাকাউন্টে তাদের ছবিগুলো মুছে দেবে। ভুয়া এ্যাকাউন্ট তৈরি করাকে ফেসবুক এখনও কোন বড় সমস্যা বলে মনে করে না। তবে ক্ষেত্রবিশেষ কোন কোন ব্যবহারকারীর জন্য এটি খুব বিব্রতকর একটি সমস্যা। সোশ্যাল নেটওয়ার্কটির গ্লোবাল সেফটি ডিভিশনের প্রধান এ্যান্টিগোন ডেভিস ম্যাশেবলকে এ কথা জানিয়েছেন। ফেসবুক আশা করে, এর ফলে ভুয়া এ্যাকাউন্টজনিত সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে। Ñইন্ডিপেন্ডেন্ট
×