ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু হলো বছরব্যাপী আয়োজন

শেক্সপিয়ারের নাটক নাট্য ভাবনার প্রকাশ বহুবিধ নিরীক্ষা

প্রকাশিত: ০৫:৪০, ২৩ এপ্রিল ২০১৬

শেক্সপিয়ারের নাটক নাট্য ভাবনার প্রকাশ বহুবিধ নিরীক্ষা

মোরসালিন মিজান ॥ খুব কাছাকাছি সময়ে জন্ম এবং মৃত্যু। ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মেছিলেন। মৃত্যু ১৬১৬ সালের ২৩ এপ্রিল। এপ্রিল মাসে তাই বিশেষভাবে স্মরণ করা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে আর এবার তো ৪৫০তম জন্মবার্ষিকী। প্রায় একই সময়ে পালিত হচ্ছে ৪০০তম মৃত্যুবার্ষিকী। যতদূর খবরÑ ইংরেজী ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকারের জীবন ও কর্ম ঘিরে দুনিয়াব্যাপী চলছে নানা আনুষ্ঠানিকতা। সেই ধারাবাহিকতায় উৎসব অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশেও। শিল্পকলা একাডেমির চমৎকার উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান নাট্যকার ও নির্দেশকরা। বিভিন্ন দল কাজ করছে। বছরব্যাপী কর্মসূচীর আওতায় যথারীতি থাকছে শেক্সপিয়ার প্রযোজনার মঞ্চায়ন ও সেমিনার। মহান স্রষ্টার সৃষ্টি নিয়ে আলোচনা, সনেট আবৃত্তি, ভিডিও চিত্র ইত্যাদিও বাদ যাচ্ছে না। সব মিলিয়ে বড়সড়ো প্রয়াস বলতে হবে। বিপুল আয়োজনের শুরুটা হলো শুক্রবার। ভরপুর আয়োজন বলতে হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বাইরের খোলা জায়গা এদিন দারুণ কাজে লাগিয়েছেন আয়োজকরা। জাতীয় নাট্যশালার সামনে যেটুকু ফাঁকা জায়গা, নাটকের হয়েছিল। তিনটি স্থান খুঁজে নিয়ে শেক্সপিয়ার, তার নাটক ও নাট্য ভাবনাকে তুলে ধরা হয়। প্রথম পরিবেশনাটি ছিল জাতীয় নাট্যশালার প্রবেশ পথে। এখানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেক্সপিয়ারের নাট্যাংশ পরিবেশন করেন। অভিনয় ছাড়াও, পরিবেশনাটিকে সব মিলিয়ে আকর্ষণীয় করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। দর্শকও মুগ্ধ চোখে তাকিয়ে ছিলেন। নাটকের নিয়মিত দর্শকের বাইরে সাধারণ পথিকও কৌতূহলী চোখে উপভোগ করেন উন্মুক্ত পরিবেশনা। এখানে শেষ হতেই বড় সিঁড়ির সামনে পরিবেশনা নিয়ে আসে নাটকের দল বটতলা। এখানেও শেক্সপিয়ার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে নাট্যশালার মূল মিলনায়তন। এর টিকেট কাউন্টারের ঠিক সামনে শেক্সপিয়ার বন্দনা করে নাট্য সম্প্রদায়। এখান থেকে ফের নিচে নেমে আসেন সবাই। শুরুর জায়গাটিতে এবার পরিবেশনা নিয়ে আসে থিয়েটার স্কুল। বড় সিঁড়ির সামনে ততক্ষণে প্রস্তুত সুবচন নাট্য সংসদ। এভাবে চলতে থাকে। প্রতিটি পরিবেশনাই কয়েক মিনিটের। তবে উপভোগ্য ছিল। মিলনায়তনের ভেতরেও নানা আয়োজন। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন আইটিআই সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, মফিদুল হক, আতাউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী দিন শেক্সপিয়ারের এক ডজনের মতো নাট্যাংশ পরিবেশিত হয়। ছিল তাঁর সনেট আবৃত্তি। বাংলাদেশের নাট্যমঞ্চে শেক্সপিয়ার কিভাবে এসেছেন, দেখানো হয়েছে ভিডিওচিত্রে। শেক্সপিয়ারের ওপর অনুষ্ঠিত বিশেষ বক্তৃতাগুলোও তুলে ধরা হয়েছে। এভাবে নানা আয়োজনে সামনে আসেন কিংবদন্তি নাট্যকার। আরও নানা আয়োজনে গোটা এক বছর ব্যস্ত থাকবেন শেক্সপিয়ার ভক্তানুরাগীরা।
×