ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনুদের মশাল বরাদ্দের সিদ্ধান্ত পর্যালোচনা দাবি

প্রকাশিত: ০৯:০৮, ১৬ এপ্রিল ২০১৬

ইনুদের মশাল  বরাদ্দের  সিদ্ধান্ত পর্যালোচনা  দাবি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নির্বাচনী প্রতীক হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন অংশের হাতে দেয়ার সিদ্ধান্তকে ‘পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারের পরিপন্থী’ আখ্যায়িত করেছেন শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন দলটির অপর অংশ। পাশাপাশি নির্বাচন কমিশনকে প্রতীক দেয়ার সিদ্ধান্ত পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা । এ অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত, অসময়োচিত এবং দায়িত্বশীলতার পরিচায়ক নয় বলে আমরা মনে করি। গত ১২ মার্চ জাতীয় সম্মেলন ঘিরে ফের দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।
×