ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে অংশগ্রহণ বিএনপির দ্বৈত নীতি ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৯:০৮, ১৬ এপ্রিল ২০১৬

ইউপি নির্বাচনে  অংশগ্রহণ  বিএনপির দ্বৈত  নীতি ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেয়া বিএনপির দ্বৈত নীতি বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগও করা হচ্ছে আবার এ নির্বাচনে অংশও নেয়া হচ্ছে এটা দ্বৈত নীতি। জনগণের আকাক্সক্ষা পূরণে বিএনপি ব্যর্থ বলে স্বীকার করে এ জন্য তিনি দলের নেতাদের ভোগবিলাসী জীবনযাপন ও পদের প্রতি লোভকে দায়ী করেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণসংস্কৃতি দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত মানুষ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। আমরা মরব না, কিন্তু বেহেশতে যেতে চাইব, সেটি হবে না। ঠিক তেমনি আমরা আন্দোলনে রাজপথে নামব না, আবার আন্দোলনের সফলতা চাইবই সেটিও হবে না। এ ব্যাপারে সঙ্কল্পবদ্ধ হতে পারলে সকল প্রশ্নের জবাব একদিন আসবেই। আয়োজক সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস আল-মামুন প্রমুখ।
×