ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রহমতগঞ্জ ও আরামবাগের ম্যাচ ড্র

প্রকাশিত: ০৯:০৬, ১৬ এপ্রিল ২০১৬

রহমতগঞ্জ ও আরামবাগের ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বি’ গ্রুপে আছে ছয় দল। পয়েন্ট টেবিলের তলানির শেষ দুটি দল নিয়ে কারোর আগ্রহ থাকার কথা নয়। কারণ টুর্নামেন্টে শেষ চারে যাওয়ার কোন সম্ভাবনাই নেই তাদের। তার ওপর দল দুটি যদি মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে হারাতে না পারে, তাহলে তো আরও পোয়াবারো! শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমনটাই দেখা গেল। ‘জায়ান্ট কিলার’, ‘আইলো’ এবং ‘ডাইলপট্টি’খ্যাত পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি নিষ্প্রাণ গোলশূন্য ড্র করল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে রানার্সআপ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে উন্নীত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। নিজেদের চতুর্থ ম্যাচে এটা রহমতগঞ্জের প্রথম ড্র। ১ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে অবস্থান আগের মতোই পঞ্চম। পক্ষান্তরে সমান ম্যাচে এটা আরামবাগের তৃতীয় ড্র। ৩ পয়েন্ট নিয়ে তাদেরও অবস্থান আগের মতোই তলানিতে। এর আগে রহমতগঞ্জ হারে টিম বিজেএমসির কাছে ১-০ এবং শেখ রাসেলের কাছে ২-১ গোলে। ফেনী সকারকে হারায় ৩-২ গোলে। আর আরামবাগ হারে ২-১ গোলে শেখ রাসেলের কাছে। ড্র করে ফেনী সকারের সঙ্গে ১-১ এবং টিম বিজেএমসির সঙ্গে ০-০ গোলে। ম্যাচে দুই দলই সমানতালে খেলে। তবে সুস্পষ্ট পরিকল্পনা আর ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোন দলই। তবে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল আরামবাগ। ম্যাচের তখন ৬০ মিনিট। আরামবাগের ফরোয়ার্ড পলাশের শট রহমতগঞ্জের নাইজিরিয়ান ডিফেন্ডার এলেটা বেঞ্জামিন জুনিয়র গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেন। রেফারি জালাল উদ্দিন খেলা শেষের বাঁশি বাজালে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। আজ স্বাধীনতা কাপে কোন ম্যাচ নেই। আগামীকাল বিকেল ৫টায় ঢাকা আবাহনীর মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। পরের ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
×