ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মন্টুকে গাড়িচাপা দায়ী প্রতিষ্ঠানকে দিতে হবে ১ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রকাশিত: ০৮:৪০, ১৬ এপ্রিল ২০১৬

সাংবাদিক মন্টুকে গাড়িচাপা দায়ী প্রতিষ্ঠানকে দিতে হবে ১ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রায় ২৬ বছর আগে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় আনা মামলায় বিবাদী গাড়ির মালিক-প্রতিষ্ঠানকে এক কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ বাদীকে দেয়ার রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ ১৩ এপ্রিল বুধবার এ রায় দেয়। বেঞ্চের অন্য বিচারপতিগণ হলেনÑ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হুসেইন হায়দার। খবর বাসস’র। আবেদনকারী পক্ষের আইনজীবী মোঃ খলিলুর রহমান বলেন, টর্ট আইনের আওতায় এটিই দেশের সর্বোচ্চ আদালতের প্রথম রায়। চালকের ভুলে গাড়ির মালিককে অর্থদ- দেয়ার রায় আমাদের দেশে এর আগে আর হয়নি। এ রায় দেশে আইনের শাসনের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, এ রায়ের ফলে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কোন কর্মকর্তা বা কর্মচারী কর্তব্যরত থাকা অবস্থায় কারও ক্ষতি করলে সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে।
×