ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভুল কোড লেখার মাসুল

প্রকাশিত: ০৫:৫০, ১৬ এপ্রিল ২০১৬

ভুল কোড লেখার মাসুল

ভুল কোড লেখার মাসুল দিলেন মার্কো মার্সেলা। তিনি একটি ওয়েব হোস্টিং কোম্পানির প্রতিষ্ঠাতা। কোড লিখতে ভুল করায় ১৫৩৫ জনের ওপর কাস্টমারের ওয়েবসাইটসহ তার কোম্পানির পুরো তথ্যভা-ার হারিয়ে গেছে। যেসব কোম্পানি সাধারণ ব্যবহারকারীদের ওয়েবসাইট খুলে ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেয় তাদের ওয়েব হোস্টিং কোম্পানি বলা হয়। সার্ভার এক্সপার্টদের একটি ফোরামকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার মার্সেলা লেখেন যে, তার কোম্পানির পুরো সিস্টেম ক্রাশ করেছে এবং কাস্টমারদের সবার তথ্যও মুছে গেছে। যে কোডটি লেখার কথা ছিল, সেটি না লিখে তিনি লেখেন ৎস –ৎভ আর এতেই ঘটে যায় বিপত্তি। কোডটি লিখতে হতো এভাবে ৎস -ৎভ {ভড়ড়}/{নধৎ} এবং তা সবগুলো সার্ভারে পৌঁছে যায়। ভুল কোডটি একটি কমান্ডের রূপ নেয়, যার মূল কথা হলো সবকিছু মুছে ফেলা। একটি মাত্র ভুলে পুরো কোম্পানির সব তথ্য তো মুছে যায়ই। এমনকি ব্যাকআপও মুছে যায়। ব্রিটেনের ইন্ডেপেন্ডেন্ট পত্রিকা খবরটি দিয়েছে। তবে মার্সেলার কোম্পানি কোথায় ছিল সে ব্যাপারে পত্রিকাটি কিছু জানায়নি। -ইন্ডেপেন্ডেন্ট
×