ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা পরিষদের আলোচনা

নারী উন্নয়নে বাজেটে বিশেষ বিনিয়োগ বাড়াতে হবে

প্রকাশিত: ০৮:২৬, ১১ এপ্রিল ২০১৬

 নারী উন্নয়নে বাজেটে বিশেষ বিনিয়োগ বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার ॥ নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাজেটে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বাজেটকে নারীবান্ধব করে তুলতে হলে নারীর নিরাপত্তা, বেকারত্ব হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য এবং উচ্চতর পেশায় নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নের জোয়ারের সঙ্গে সঙ্গে নারীর অগ্রগতি ও উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু উন্নতির সেই সুবাতাস নারীরা কতটুকু স্পর্শ করতে পারছে তাও ভেবে দেখা প্রয়োজন। গণমুখী বাজেট প্রণয়ের বিশেষ বিশেষ ক্ষেত্রকে অগ্রাধিকার দেয়া উচিত। রবিবার রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে নারীর জন্য বিনিয়োগ : জাতীয় বাজেট’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের দেশে প্রাক বাজেট নিয়ে অনেক আলোচনা হয়। বাজেট যদি গণমুখী হয়, তাহলে সকলেই উপকৃত হবেন। দেশের বাজেটে নারী সংবেদনশীলতা প্রাধান্য পেয়ে থাকে। জেন্ডারকে স্বীকৃতি দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে ‘জেন্ডার বাজেট : অন পেপার এ্যান্ড প্রাকটিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। মূল প্রবন্ধে তিনি বলেন, সাধারণ বাজেটে সব সময় নারী-পুরুষে সমতা লক্ষণীয় নয়। ৪ লাখ নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা হলে সেক্ষেত্রে ২ লাখ নারী কখনই কর্মক্ষম হয় না। আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমা বেগম বলেন, আমরা অংশগ্রহণমূলক বাজেট চাই। বাজেট প্রণয়ের পূর্বে প্রাক বাজেট শীর্ষক বহু আলোচনা হলেও মূল বাজেটে অনেক ক্ষেত্রে তার প্রতিফলন দেখি না। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় নারীর জন্য অনেক বরাদ্দ রয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন অনেক কম। আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের উপদেষ্টা শেলীনা খালেক, অন্যতম সহসভাপতি ড. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ।
×