ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদরের পুষিদের জন্য

প্রকাশিত: ০৬:১২, ১১ এপ্রিল ২০১৬

আদরের পুষিদের জন্য

ত্যাগের বহু কাহিনী শোনা যায়। কিন্তু এমনটা বোধ হয় সচরাচর শোনা যায়নি। আদরের পুষিদের জন্য নিজের বাড়িও ছেড়ে দিতে পারেন কেউ! হ্যাঁ, এমনটাও হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লিনিয়া লাটানজিও। একদিন আচমকাই আবিষ্কার করেছিলেন বাড়ির আশপাশে থাকা বিড়ালদের দেখভালের জন্য কেউ নেই। সেই শুরু হয়েছিল বিড়ালদের নিজের বাড়িতে নিয়ে আসা। এই মুহূর্তে ২৪ হাজার বিড়াল তার বাড়িতে থাকার জায়গা পেয়েছে। শুধু তাই নয়, বিড়ালের দেখভালের জন্য রাখা হয়েছে একদল লোক। খানাপিনা একেবারে নির্দিষ্ট সময়ে। তবে এত বিড়ালের মাথায় ছাদ যোগাতে গিয়ে লিনিয়াকে ছাড়তে হয়েছে বাড়ি। ১২ একর জমির ওপরে লিনিয়ার বিশাল বাড়ি। কিন্তু বিড়ালদের জায়গা দিতে বাড়ির বাইরে একটি ট্রেলারকে ঘর বানিয়ে নিয়েছেন তিনি। এমনকি চাকরি থেকে অবসর নেয়ার পর যত অর্থ পেয়েছিলেন তার সবটাই দিয়ে দিয়েছেন বিড়াল দেখভালের জন্য। অনেকে লিনিয়ার এই বিড়াল ‘অভয়ারণ্য’-কে অর্থ সাহায্য করতেও এগিয়ে আসছেন। এই মুহূর্তে আমেরিকায় এটাই নাকি সবচেয়ে বড় বিড়াল পুনর্বাসনকেন্দ্র, যা চলছে শুধুমাত্র এক ষাটোর্ধ মহিলার নিজস্ব উদ্যোগে। ওয়েবসাইট অবলম্বনে।
×