ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনসারদের হাতে মার খেলেন ঢাবি ছাত্র, ধাওয়া-পাল্টা ধাওয়া ঢামেকে

প্রকাশিত: ০৯:০২, ৯ এপ্রিল ২০১৬

আনসারদের হাতে মার খেলেন ঢাবি ছাত্র, ধাওয়া-পাল্টা ধাওয়া ঢামেকে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী দেখতে এসে আনসার সদস্যদের পিটুনির শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী। এ ঘটনার খবর পেয়ে তার সহপাঠীরা এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ এসে আনসার সদস্যদের রোষানলের শিকার ওই শিক্ষার্থী জয় কৃষ্ণ (২১)। অভিযোগ করেন, ঢামেক হাসপাতালে তার দুই সহপাঠী চিকিৎসাধীন। তাদের এলে গেটে কর্তব্যরত আনসার মোহাম্মাদ আলীর কাছে তারা রোগী কোথায় আছে জানতে চাইলে তিনি খারাপ আচরণ করেন। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে আনসার সদস্যরা তাদের পেটাতে শুরু করে। এই সংবাদ পেয়ে জয় কৃষ্ণের সহপাঠীরা হাসপাতালে এসে তাদের উদ্ধার করে। এ সময়ই ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে র‌্যাব-৩ ও শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পারিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমরা হল কর্তৃপক্ষ এবং হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছি। আজ শনিবার সকালে হাসপাতাল পরিচালক হল কর্তৃপক্ষের সঙ্গে বসে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল জিয়া হল এবং সূর্যসেন হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে সূর্যসেনা হলের মাহরুফ রহমান পারভেজ ও মুখলেছুর রহমান গুরুতর আহত হন। আহত ওই দুই সহপাঠীকে দেখার জন্যই গিয়েছিলেন শিক্ষার্থী জয় কৃষ্ণ।
×