ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে অর্ধস্বচ্ছ বুলেট ট্রেন

প্রকাশিত: ০৫:৪৫, ৯ এপ্রিল ২০১৬

আসছে অর্ধস্বচ্ছ  বুলেট ট্রেন

শিনকানসেন নামে পরিচিত জাপানের দ্রুতগামী বুলেট ট্রেনের নতুন সংস্করণে অনেক পরিবর্তন আসছে। এর ভেতরের লাউঞ্জ হবে এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জের মতো। আরেকটি বৈশিষ্ট্য হবে এর বগিগুলো হবে অর্ধস্বচ্ছ। যুক্তরাজ্য যখন পুরনো টেমসলিঙ্ক, ইস্ট কোস্ট আর সাউথইস্টার্নের বগিগুলো উঠিয়ে নেয়ার পরিকল্পনা করেছে তখন ২০১৮ সালের মধ্যে এমন অর্ধস্বচ্ছ ট্রেন বানানোর পরিকল্পনা করছে জাপান। এই কাজের জন্য ক্যাজুয়ো সেজিমা নামের এক নকশাবিদকে দায়িত্ব দেয়া হয়েছে। এমন নকশার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এর ফলে ট্রেন দেখতে আরও ‘নমনীয়’ ও ‘মাটির সঙ্গে মেশানো’ মনে হবে। বগিগুলোর ভেতরের দৃশ্য কেমন হবে নিয়ে এখনও বিস্তারিত না জানা গেলেও, সেজিমা জানান সেগুলো আরামদায়ক এবং অনেকটা শোবার ঘরের মতো হবে। জাপানে বুলেট চালু হয়েছিল ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকের সময়। গত বছর ৩৪ কোটির বেশি যাত্রী এই সার্ভিস ব্যবহার করে। ট্রেনগুলোর গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোমিটার (২শ’ মাইল)। Ñ ব্লুমবার্গ
×