ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানুষ চিনতে পারে দক্ষিণ মেরুর পাখি

প্রকাশিত: ০৫:৪৫, ৯ এপ্রিল ২০১৬

মানুষ চিনতে পারে  দক্ষিণ মেরুর পাখি

দক্ষিণ মেরু এলাকায় বসবাসকারী স্কুয়া পাখি মানুষকে চিনতে পারে। কেবল চিনতেই পারে না, একজন থেকে আরেকজনকে আলাদাও করতে পারে। দক্ষিণ কোরিয়ার একদল গবেষক কিছু দিন আগে কুমেরুতে গিয়েছিলেন তাদের গবেষণা কাজের জন্য। সেখানে গিয়ে তারা ওই পাখির এমন আশ্চর্যজনক আচরণ সম্পর্কে জানতে পারেন। দক্ষিণ মেরুর প্রত্যন্ত এলাকায় স্কুয়া পাখির বসবাস। দক্ষিণ কোরিয়ার ইনহা ইউনিভার্সিটি এবং কোরিয়া পোলার রিসার্চ ইনস্টিটিউট খয়েরি রঙের এই পাখিগুলোর বিষয়ে ধারাবাহিকভাবে সমীক্ষা চালিয়েছেন। তারা প্রথমবার যখন সেখানে যান তখন পাখিদের প্রজনন মৌসুম ছিল। ওই সময় হানা দেয়াটা ভালভাবে নেয়নি পাখিগুলো। ইনহা ইউনিভার্সিটির পিএইডটির ছাত্র ইয়োং ডেয়োক হান বলছেন, আমি ও আমার সঙ্গে আরেকজন প্রথমবার পাখির বাসায় যাই। পরবর্তীতে যখন ওই পাখিগুলোর কাছে গেলাম সাত জোড়া স্কুয়া আমাদের দু’জনের দিকে তেড়ে আসে। পরের বার যখন যাই আমাদের পরনে আগেরবারের পোশাকও ছিল না। তার পরও পাখিগুলো আমাদের চিনতে পারে।’ তারা বলছেন, এটি খুবই বিস্ময়কর যে পাখিগুলোর আবাস এমন জায়গায় যার ধারে কাছে কোন মানব বসতি নেই। তার পরও তারা মানুষদের পৃথকভাবে চিনতে পারছে। কুমেরুর প্রাণীদের মানুষকে চেনার ক্ষমতা নিয়ে ইতোপূর্বে কোন গবেষণা হয়নি। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণ থেকে পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করা যায়। - টাইমস অব ইন্ডিয়া
×