ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজামীর রিভিউ শুনানির দিন ঠিক হবে এক সপ্তাহ পর

প্রকাশিত: ০৫:৫৮, ৪ এপ্রিল ২০১৬

নিজামীর রিভিউ শুনানির দিন ঠিক হবে এক সপ্তাহ পর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত বদরবাহিনী প্রধান জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর দ- থেকে খালাস চেয়ে করা রিভিউ শুনানি পেছানোর আবেদন মঞ্জুর করেছে আপীল বিভাগ। এক সপ্তাহ পর শুনানির দিন ঠিক করবে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের সুপ্রীমকোর্টের আপীল বিভাগ এ আদেশ দেন। অন্য বিচারপতিরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রিভিউ শুনানির দিন ঠিক করার জন্য রবিবার কার্যতালিকার ১৬ নম্বরে ছিল নিজামীর আবেদন। নিজামীর আইনজীবী এএসএম শাহজাহানের সময় আবেদনের প্রেক্ষিতে রিভিউ শুনানির তারিখ ঠিক করার জন্য সময় চেয়ে আবেদন মঞ্জুর করলে বিচারপতিরা এ আদেশ দেন। জানা যায়, নিজামীর রিভিউ আবেদনে ছয় সপ্তাহ সময় চেয়েছিলেন তার আইনজীবীরা।
×