ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে রবিবার

প্রকাশিত: ০৭:৪৫, ১ এপ্রিল ২০১৬

 এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে রবিবার

স্টাফ রিপোর্টার ॥ আগামী রবিবার থেকে ১০ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, একটি কারিগরি ও একটি মাদ্রাসা বোর্ডের অধীনে এই পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এবার পরীক্ষার্থী বেড়েছে গতবারের চেয়ে প্রায় দেড় লাখ। মোট পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং পাঁচ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। লিখিত পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ জুন পর্যন্ত। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, এবার দুই হাজার ৪৫২টি কেন্দ্রে আট হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। গতবারের চেয়ে ২২৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৩টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা এসবের সঙ্গে (প্রশ্ন ফাঁস) যুক্ত থাকেন তারা পুলিশী ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছেন। এবার কোন শিক্ষক কোনভাবেই কোন শিক্ষার্থীকে পরীক্ষায় সহযোগিতা করতে পারবেন না। তা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
×