ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্লাইওভার নির্মাণে দীর্ঘসূত্রতা খতিয়ে দেখতে কমিটি

প্রকাশিত: ০৪:১৭, ১ এপ্রিল ২০১৬

ফ্লাইওভার নির্মাণে দীর্ঘসূত্রতা খতিয়ে দেখতে কমিটি

সংসদ রিপোর্টার ॥ নক্সাসহ পরিকল্পনায় ত্রুটির কারণে রাজধানীর ফ্লাইওভারগুলোর মুখে অবর্ণনীয় যানজটের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সর্বশেষ মগবাজার-মালিবাগ ফ্লাইওভার নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতায় জনভোগান্তি বেড়ে যাওয়ায় নির্মাণ পরিকল্পনা ও নক্সায় ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়। কমিটি সদস্য মোঃ তাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত সাব-কমিটির সদস্যরা হলেন- সামশুল হক চৌধুরী ও মুহিবুর রহমান মানিক। সাব-কমিটিকে ফ্লাইওভারের পরিকল্পনায় কোন ত্রুটি ছিল কিনা, থাকলে তার জন্য দায়ী কারা তা চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সোনারগাঁ হোটেলে রক্তদান কর্মসূচী থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য রক্ত সরবরাহের উদ্দেশে বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের আয়োজনে এবং থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের সহায়তায় অনুষ্ঠিত হলো রক্তদান কার্যক্রম। ১ বছর বয়সী শিশু মালিহার ৬ মাস বয়সে তার শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়ে। সে সময় থেকে আজ অবদি প্রতিমাসে তাকে ১ ব্যাগ করে রক্ত দিতে হচ্ছে। এরকম প্রায় ১৯০০’রও বেশি রোগী প্রতিমাসে রক্ত পরিসঞ্চালনের জন্য থ্যালাসেমিয়া হাসপাতালে আসে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের আয়োজনে একটি রক্তদান কর্মসূচী চালু করা হয়। হোটেলের জেনারেল ম্যানেজার ইজে ম্যাক ইওয়ান এই রোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি। কবি আবদুল হাই মাশরেকীর জন্মজয়ন্তী আজ লোককবি আবদুল হাই মাশরেকীর ৯৭ তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচী হাতে নিয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবি আবদুল হাই মাশরেকী স্মৃতি পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবির মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন করেছে। ঢাকায় আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, নাট্যযোদ্ধা ও গুণিজন ডট কম যৌথভাবে আগামী ২০-২১ ১৬, বুধ ও বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমীতে দুদিনব্যাপী কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে অনুষ্ঠানমালা আয়োজন করেছে। -বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে যোগদান করেছেন। তিনি ইতোপূর্বে চট্টগ্রামে বাংলাদেশ নৌ-বাহিনীর বিএন ফ্লিটে কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন। নৌ-বাহিনীর প্রায় সব ধরনের যুদ্ধ জাহাজ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কমান্ড করেছেন। নৌ পারদর্শিতা, সাহসিকতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জন করেছেন। রিয়ার এ্যাডমিরাল খালেদ ১৯৮১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×