ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু, অস্ত্রসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:১৭, ১ এপ্রিল ২০১৬

রাজধানীতে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু, অস্ত্রসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসের চাপায় আরিফুর রহমান (২২) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইত্তেফাক মোড়ে ৮ নম্বর বাসের চাপায় তার মৃত্যু ঘটে। নিহতের আরিফুর ঢাকা কলেজের একাদশ শ্রেণীর বিজনেস স্টাডিসের ছাত্র ছিলেন। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায়। তিনি মতিঝিল সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারে থাকতেন। মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোমান খাকি জানান, বেলা ১১টার দিকে আরিফুর মোটরসাইকেল চালিয়ে ইত্তেফাক মোড় দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে ৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়। নিহত যুবকের পকেটে থাকা আইডিকার্ড দেখে তার পরিচয় জানা যায়। এসআই রোমান খাকি জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার ॥ রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ ধলু মিয়া (১৯) ও মোঃ হাসান (১৯)। তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। বুধবার রাত ২টার দিকে মোহাম্মদপুরের সাদেক ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাব উদ্দিন জানান, বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর সাদেক ফিলিং স্টেশন সামনে পৌঁছে র‌্যাব-এর একটি চৌকস দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলটি দৌড়ে পালানোর সময় চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে ওই দুই ছিনতাইকারী আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট হতে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ছিনতাই কাজে ব্যবহৃত জন্য ২৫ ইঞ্চি ধারালো ছুরি উদ্ধার করে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
×