ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোমালিয়ায় গুলিতে তুরস্কের দুই নাগরিকসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০৮, ১ এপ্রিল ২০১৬

সোমালিয়ায় গুলিতে তুরস্কের দুই নাগরিকসহ নিহত ৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সর্বশেষ সহিংস ঘটনায় বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুরস্কের দুই হাসপাতাল কর্মী রয়েছেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা বলেছে। খবর এএফপির। মোগাদিসু নগর কর্তৃপক্ষের মুখপাত্র আবদিফাতাহ্ ওমর হালান বলেন, এই হামলায় ছয়জন নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন তুরস্কের নাগরিক। বুধবার রাতে এ হামলা চালানো হয়। সোমালিয়ার প্রধানমন্ত্রী মর আব্দি রশিদ শার্মার্ক এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমরা এই কাপুরুষোচিত আচরণের নিন্দা জানাই। এই ঘটনায় নিহতদের পরিবার ও তুরস্কের সরকারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, এই নিরপরাধ তুরস্কের নাগরিকরা তাদের সোমালী ভাইদের সহায়তা করতে গিয়ে জীবন দিলেন। তুরস্ক সোমালিয়ার প্রধান বিনিয়োগকারী দাতা দেশ। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। বুধবার অপর একটি ঘটনায় চার জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমালি সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী ইউনিটগুলোর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে ক্রসফায়ারে পড়ে তিন বেসামরিক লোকসহ চার জন নিহত হয়। হেলমেট নেই পেট্রোলও নেই ভারতের উড়িষ্যার রাউরকেল্লায় সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের নির্দেশ, হেলমেট না পরলে মিলবে না পেট্রোল। রাউরকেল্লার বিভিন্ন পেট্রোল পাম্পে ঝুলিয়ে দেয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোন বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকলে দেয়া যাবে না তেল। পেট্রোল পাম্পের মালিক ও সাধারণ মানুষকেও মানতে হবে এই নির্দেশ। না হলে দিতে হবে মোটা অংকের জরিমানা। - ওয়েবসাইট সিলেরও স্মার্টফোন! স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জ এলাকায় সিলের সংখ্যা কেন কমে যাচ্ছে, সেই গবেষণার অংশ হিসেবে সিলদের মোবাইল স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইউনিভার্সিটি অব সেন্ট এ্যান্ড্রুজের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ আগামী তিন বছর ধরে সমীক্ষা চালাবে। সিলের মাথার পেছনে যে নরম ফার থাকে, সেখানেই ‘টেলিমেট্রি ট্যাগ’ লাগিয়ে দেয়া হবে। বিজ্ঞানীরা বলেছেন, এই ট্যাগগুলো ওজনে খুব হালকা। সিলগুলো যখন তাদের চামড়া খসিয়ে ফেলে, তখন এই ট্যাগগুলোও তাদের গা থেকে ঝরে পড়বে। মোবাইল স্মার্টফোনের মতো ট্যাগগুলোতেও একই প্রযুক্তি কাজে লাগানো হয়। - বিবিসি
×