ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফতাব অটোর ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৩:৫১, ১ এপ্রিল ২০১৬

আফতাব অটোর ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পর এ ইপিএস হয়েছে কোম্পানিটির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, প্রথম ৬ মাসে আফতাব অটোর ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা। এই সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটি গত ৬ মাসে ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন করেছে। গত বছর একই সময়ে এটি ছিল ১৩৩ কোটি ২৮ লাখ টাকা। এই ৬ মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকা। গত বছর একই সময়ে এটি ছিল ১১ কোটি ৫৮ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×