ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দু’ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ ৩ শ’ ব্যালট পেপার বাতিল

প্রকাশিত: ০২:৩৪, ৩১ মার্চ ২০১৬

নরসিংদীতে দু’ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ ৩ শ’ ব্যালট পেপার বাতিল

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত হাবিবউল্লাহ (টিউবয়েল), জামায়াত সমর্থিত আনোয়ার হোসেন (তালা) দু’ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এছাড়া একই উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে জেরপুর্বক জালভোট প্রধান করায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ কামাল প্রায় ৩শ ব্যালট পেপার বাতিল করেন। শিবপুর উপজেলার পুটিয়া ও বাঘাব ইউনিয়নের চাঁদপাশা কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপুর্ন ভাবেই বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাব উপজেলার ৮ ও শিবপুর উপজেলার ৭ ইউনিয়নের অনুষ্ঠিত হয়েছে । উল্লেখ্য জেলাার শিবপুর ও বেলাব উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটাররা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাড়িয়ে শান্তিপুর্ন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত
×