ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে সোয়া কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

প্রকাশিত: ০০:২৩, ৩১ মার্চ ২০১৬

বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে সোয়া কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বুড়িগঙ্গা নদীর একটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন প্রায় সোয়া কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পাগলার বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন একটি অপারেশন দল। বৃহস্পতিবার সকালে আটককৃত ওই অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরীর উপস্থিতিতে তার পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোষ্ট গার্ড সূত্র জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি কাজল-৭’ যাত্রীবাহী লঞ্চ অভিযান চালানোয় পাগলার কোস্টকার্ড স্টেশন দলটি। এ সময় মালিক বিহীন অবস্থায় ৫ লক্ষ ৭৬ হাজার ৮০০ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করা হয়। এসব কারেন্ট জালের আনুমানিক মূল্য এক কোটি পনেরো লাখ ছত্রিশ হাজার টাকা।
×