ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারেকের সমন জারি হয়েছে কিনা, তথ্য চায় হাইকোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ৩১ মার্চ ২০১৬

তারেকের সমন জারি হয়েছে কিনা, তথ্য চায় হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমনের নোটিশ জারি করা হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে বলা হয়, ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতকে আগামী ৬ এপ্রিলের মধ্যে সমন জারি করার পর তা গ্রহণ করে তারেক রহমান তা রির্টান করেছেন কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকোর্টকে জানাতে। একইসঙ্গে এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
×