ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ২০:৪৭, ৩১ মার্চ ২০১৬

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ চলছে

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নে শান্তিপূর্ন পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলার ছাতক সদর, নোয়ারাই, জাউয়াবাজার, সিংচাপইরসহ ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্র প্রার্থী রয়েছেন ৬৫ জন, মহিলা সদস্য পদে ১২২ জন, সাধারন সদস্য পদে ৫৩৫ জন। উপজেলার ১৩ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২ শ ৭৫ । এর মধ্যে মহিলা ১ লাখ ৮ হাজার ৯১৯ জন ভোটার, পুরুষ ভোটার রয়েছেন ১লাখ ১০ হাজার ৩৬৫ জন। নির্বাচনে ১৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত চলছে। কেন্দ্রগুলোর মধ্যে ঝুকিপূর্ন রয়েছে ৯৮ টি কেন্দ্র। নির্বাচনী এলাকায় র‌্যাব, বর্ডার গার্ড ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
×