ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউক্লিয়ার সিকিউরিটি সামিট ওয়াশিংটনের উদ্দেশ্যে মোদির ব্রাসেলস ত্যাগ

প্রকাশিত: ১৯:১২, ৩১ মার্চ ২০১৬

নিউক্লিয়ার সিকিউরিটি সামিট  ওয়াশিংটনের উদ্দেশ্যে মোদির ব্রাসেলস ত্যাগ

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় চতুর্থ নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে গতকাল রাতে বেলজিয়াম ছেড়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় একথা জানান। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার এ দুদিন ওয়াশিংটনে নিউক্লিয়ার সিকিউরিটি সামিট অনুষ্ঠিত হবে। এতে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। খবর পিটিআই'র তিন দেশ সফরের অংশ হিসেবে গত পরশু বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছান নরেন্দ্র মোদি। ১৩তম ইন্ডিয়া-ইইউ সম্মেলনে যোগ দিতেই তিনি মূলত দেশটি সফর করেন। এছাড়া তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিন দেশ সফরের শেষ পর্বে আগামীকাল শুক্রবার ওয়াশিংটন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিবেন মোদি। দুদিনের সৌদি সফরে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জ্বালানি ও নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন।
×