ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মার্কেটের দেয়াল ধসে দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৬, ৩১ মার্চ ২০১৬

রূপগঞ্জে মার্কেটের দেয়াল ধসে দুজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবনির্মিত মার্কেটের দেয়াল ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই খোকন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পরে রাস্তায় আশরাফুল নামে আহত একজনের মৃত্যু হয়। আরও চারজন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ভুলতা এলাকার নুর জাহান প্লাজা মার্কেটের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাবতলী এলাকার মধুসূদনের ছেলে। আহত কাইয়ুম (২৭), ফারুক (৩৪), সাইফুল (২২) ও অজ্ঞাত (৩০) চারজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানায়, রাত সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড় ওঠে। প্রচ- ঝড়ে ভুলতা এলাকার নবনির্মিত নূরজাহান প্লাজার ৬ তলা ফ্লোর থেকে কাঁচা দেয়াল ধসে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা ফারুকের মসলার দোকান ঘরে দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে নূরজাহান প্লাজা মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এছাড়া অতি নিম্নমানের মাল দিয়ে নির্মাণ করায় এ দেয়ালধসের ঘটনা ঘটে।
×