ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিমি রক্ষায়...

প্রকাশিত: ০৬:৪৮, ৩১ মার্চ ২০১৬

তিমি রক্ষায়...

বিরল ও বিলুপ্তপ্রায় তিমি বাঁচাতে আন্ডারওয়াটার গ্লাইডার (ইইউভি) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিসি তিমি নামে পরিচিত বিলুপ্তপ্রায় এই তিমিগুলোর বসবাস। এই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে অনেক সময় তিমিগুলো আহত হয় বা মারা যায়। ভিক্টোরিয়ার ইউনিভার্সিটির একদল গবেষক আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের তিমি রক্ষা প্রকল্পের কাজ শুরু করতে চলেছেন। এই উদ্দেশ্যে তারা একটি আন্ডারওয়াটার ওশান গ্লাইডার প্রস্তুত করছেন। এতে থাকছে সাগরতলে ব্যবহার্য সেন্সর, সোনার ও হাইড্রোফোন। এর মধ্য দিয়ে গবেষকরা তিমি চলাচলের রুটগুলো সম্পর্কে একটি ধারণা করতে পারবেন। কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার নামানুসারে এই তিমিগুলোকে বলা হয় বিসি তিমি। কানাডার পশ্চিম উপকূলে ভ্যাঙ্কুভারের কাছে ক্লেওকুট গিরিখাত এলাকায় ওই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজগুলো হবে। জাহাজের সঙ্গে তিমি সংঘর্ষ এড়াতে গবেষকরা সেখানে একটি রিয়েল টাইম এ্যালার্ট সিস্টেম তৈরি করতে চান। ইতোপূর্বে কানাডার আটলান্টিক উপকূলে এ ধরনের গবেষণা চালিয়ে আশাব্যঞ্জক ফল পাওয়ার পর গবেষকরা এই প্রকল্পটি হাতে নিয়েছেন। প্রকল্পটি কানাডার জাতীয় তিমি রক্ষা পরিকল্পনার অংশ। প্রকল্পের অন্যতম পরিচালক ও ভিক্টোরিয়ার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডেভ ডাফ বলছেন, ‘তিমি নিয়ে গবেষণা কাজে ওশান গ্লাইডারের ব্যবহার একটি নতুন ধারণা। এর ফলে তিমির বাস্তু সংস্থান সম্পর্কে আমরা আরও ভাল ধারণা পাব।’ অনেক জাতের তিমি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। গ্লাইডারগুলো রাতে এবং খারাপ আবহাওয়ার মধ্যেও চালানো যাবে বলে তিনি জানিয়েছেন। -সিবিসি নিউজ
×