ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোমর ফাঁক করছে না এফবিআই

প্রকাশিত: ০৬:৪৮, ৩১ মার্চ ২০১৬

গোমর ফাঁক করছে না এফবিআই

এ্যাপলের সক্রিয় সহযোগিতা ছাড়াই এফবিআই সানবার্নারডিনিও সন্দেহভাজন হামলাকারীর আইফোন হ্যাক করেছে। সন্দেহভাজন হামলাকারী সৈয়দ ফারুক আইফোন ব্যবহার করতেন। ডিসেম্বরের গোড়ার দিকে সংঘটিত ওই ঘটনায় পুলিশের গুলিতে তিনি সস্ত্রীক নিহত হন। এরপর ফারুকের আইফোনটি আনলক করতে এফবিআই এ্যাপলের সহায়তা চেয়েছিল। কিন্তু এ্যাপল সেই সহযোগিতা করেনি। পরে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাটি নিজ উদ্যোগেই কাজটি করে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, এফবিআই কিভাবে সে কাজটি করল সেই রহস্য সম্ভবত এ্যাপলকে অবহিত করবে না। সাবেক ফেডারেল সাইবার ক্রাইম প্রসিকিউটর এডওয়ার্ড ম্যাক এ্যান্ড্রু মনে করেন এফবিএ এটি করবে না এই কারণে যে, ভবিষ্যতে ব্যুরো এই কৌশলটি আর ব্যবহার করতে পারবে না। সাধারণত এফবিআই হ্যাকার, অপরাধী বা সম্ভাবী সন্ত্রাসীদের সঙ্গে এ ধরনের তথ্য বিনিময় করে না। এমনকি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গেও এফবিআই সেটি করে না। একটি ইসরাইলী ও জাপানী প্রতিষ্ঠানের সহায়তায় এফবিআই এ্যাপলের ওই ফোনের তথ্য উদ্ঘাটন করেছে। এর আগে গোপন তথ্য প্রকাশ করতে এফবিআইয়ের পক্ষে এ্যাপলকে আদালত আদেশ করলেও এ্যাপল এই কারণ দেখিয়ে সেটি করেনি যে, এতে অন্য আইফোন ব্যবহারকারীদের গোপন তথ্যও ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। -ইউএসএ টুডে
×