ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেয়া কসমেটিকসের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশিত: ০৪:২৫, ৩১ মার্চ ২০১৬

কেয়া কসমেটিকসের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড শেয়ার বেচা শেষ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ১৫ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি ১ কোটি ৫০ লাখ শেয়ারবাজার মূল্যে বিক্রি শেষ করেছেন। উল্লেখ্য, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারপ্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ারপ্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার সিএসইর লভ্যাংশ ঘোষণা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) স্টেকহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২১ সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। স্টেকহোল্ডারদের অনুমোদনসাপেক্ষে এ লভ্যাংশ বিতরণ করা হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২০ এপ্রিল। এর ফলে প্রত্যেক স্টেকহোল্ডার পাবে প্রায় ২৬ লাখ টাকা। সরকারকে কর দেয়ার পর নিট পাবে প্রায় ২২ লাখ টাকার মতো। এ লভ্যাংশ অনুমোদন হলে এর একটি ইতিবাচক সাড়া পুঁজিবাজারে পড়বে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মহিউদ্দিন। তিনি বলেন, আমরা আরও বেশি লভ্যাংশ দিতে পারতাম। ভবিষ্যতের কথা চিন্তা করে ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছি। -অর্থনৈতিক রিপোর্টার
×