ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

প্রকাশিত: ০১:৩৯, ৩০ মার্চ ২০১৬

আশুলিয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ যৌতুকের টাকা না পেয়ে আশুলিয়ায় আরজিনা খাতুন নামের (৩০) এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকায় জনৈক মজিবর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী শ্রমিককে উদ্ধার করে দুপুরে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়ে। আহত নারী শ্রমিক আরজিনা জানায়, কয়েকদিন ধরে তার স্বামী আলী তার দরিদ্র পিতার থেকে যৌতুক হিসেবে কয়েক হাজার টাকা আনার জন্য তাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু, টাকা আনতে অস্বীকার করলে বুধবার সকালে তার স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ও এক হাত ভেঙ্গে দেয়। পরে মুমুর্ষু অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এদিকে, স্থানীয় লোকজন আলীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। আরজিনা খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্রীখোলা গ্রামের রহমালীর মেয়ে। স্বামী ও এক পুত্র সন্তানকে নিয়ে সে চারাবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ‘ইউরিশা’ নামের স্থানীয় একটি রুটি তৈরীর ফ্যাক্টরিতে কাজ করে থাকে।
×