ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সকল হত্যা-ধর্ষণের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো সিপিবি

প্রকাশিত: ০১:১০, ৩০ মার্চ ২০১৬

সকল হত্যা-ধর্ষণের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন সব বিজয় বিজয় নয়। অন্যায়ভাবে সৎ উদ্দেশ্য হাসিল করা যায় না। ক্ষমতায় টিকে থাকার জন্য অপরাধ প্রশ্রয় দিলে ক্ষমতায় থাকা যাবে না। প্রতিবাদ আরো জোরদার করতে হবে। পাড়ায় পাড়ায় সামাজিক-সাংষ্কৃতি-আন্দোলন গড়ে তুলতে হবে, নারীদেরকে একত্রিত হয়ে পাড়ায় পাড়ায় প্রীতিলতা ব্রিগ্রেড গড়ে তুলতে হবে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নিজেদেরকে আত্মরক্ষার জন্য দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তনুসহ সকল ধর্ষণ ও হত্যার অবিলম্বে বিচারের দাবি জানান। বুধবার কুমিল্লা ক্যান্টনমেন্টে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যা প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসূচি পালন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি নারী সেলের প্রতীকী অনশনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেলের আহ্বায়ক ও কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্ত্বে ও অনিন্দা সাহা তুলতুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন জলি তালুকদার, সম্পাদক হামিদা খাতুন, নেত্রী লুনা নূর, সেলিনা হাই, জোনাকী জাহান, শিমুল খান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, প্রাইভেট কার ড্রাইভার্স ইউনিয়নের নেতা হযরত আলী।
×