ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনা রোধ ও সড়ক ব্যবহারে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২৩:৪৪, ৩০ মার্চ ২০১৬

দুর্ঘটনা রোধ ও সড়ক ব্যবহারে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন রিপোর্টার ॥ দুর্ঘটনা রোধ ও সড়ক ব্যবহারের বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন শেষে ঢাকা অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই নাগরিক সচেতনতা গড়ে তোলা সবচেয়ে জরুরি। এ বিষয়ে ট্রাফিক পুলিশ ও পুলিশ প্রশাসনকে গণসচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজধানীর মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে ফ্লাইওভার তৈরিসহ নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ। যাতায়াতে রাজধানীর মানুষকে বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয়। এসব সমস্যা দূর করে যানজটমুক্ত রাজধানী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ পর্যন্ত এর সুবিধা পাচ্ছে। সমস্ত টেন্ডার কার্যক্রম অনলাইনের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা প্রতি বছর বিনামূল্যে যে বই বিতরণ করি, তাতে বিআরটিসি’র ট্রাক ব্যবহার করে থাকি। সেই সঙ্গে আমরা বিআরটিসিকে রেখেছি নিম্নবিত্ত, মধ্যবিত্ত আয়ের মানুষের কথা চিন্তা-ভাবনা করে। কারণ সব যদি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা ইচ্ছেমতো ভাড়া বাড়াবে। এছাড়াও আমরা রেল যোগাযোগের ওপর গুরত্ব দিয়েছি। আলাদা রেল মন্ত্রণালয় করে দিয়ে রেলের যুগান্তকারী উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ই-টিকিটিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে ঘরে বসেই একটি টিকিট কিনে যেকোনো স্থানে যাওয়া যাবে। জাতির পিতার স্বপ্ন ও আদর্শের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার সংগ্রামে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, এলজিআরডি সচিব আবদুল মালেক, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি প্রমুখ।
×