ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্যারাগুয়ের সাথে ড্র করলো ব্রাজিল

প্রকাশিত: ২৩:২০, ৩০ মার্চ ২০১৬

প্যারাগুয়ের সাথে ড্র করলো ব্রাজিল

অনলাইন ডেস্ক ॥ স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে হারতে বসা ম্যাচে নাটকীয়ভাবে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্যারাগুয়ের আসুনসিওনে বুধবার বাংলাদেশ সময় ৬-৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছিল। স্বাগতিক প্যারাগুয়ে ম্যাচের শুরু থেকেই বেশ চাপে ফেলে দেয় অতিথি ব্রাজিলিয়ানদের। ১৬ মিনিটে গোলবঞ্চিত হলেও দুর্দান্ত খেলতে থাকা প্যারগুয়েকে আটকে রাখতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধের ৪০ মিনিটে এদগার বেনিতেসের পাস থেকে বল পেয়ে তা লক্ষ্যভেদ করেন দারিও লেসকানো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেনিতেস। নেইমারবিহীন ব্রাজিল অনেকটাই যেন নিষ্প্রভ ছিল। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এদিন মাঠে নামতে পারেননি নেইমার। খেলা যেভাবে চলছিল তাতে ব্রাজিলের হার যেন অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই। তবে শেষ দিকে ভাগ্য সহায় হয়েছে তাদের। ৭৯ মিনিটে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান রিকার্দো অলিভিয়েরা। এরপর অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান দানি আলভেজ। ফলে এ যাত্রায় হারের হাত থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমান সংখ্যাক পয়েন্ট পেলেও গোল ব্যবধানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে প্যারাগুয়ে।
×