ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় বিদ্যুতের তীব্র লোটশেডিং ॥ অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভ

প্রকাশিত: ২৩:১৪, ৩০ মার্চ ২০১৬

পাকুন্দিয়ায় বিদ্যুতের তীব্র  লোটশেডিং ॥ অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়া পৌর সদরসহ উপজেলার সর্বত্রই প্রায় দুই মাস ধরে অসহনীয় লোটশেডিং চলছে। এতে করে গ্রাহক পর্যায়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, পৌর সদরসহ জাংগালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, হোসেন্দী, নারান্দী, চন্ডিপাশা ও সুখিয়া ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় লোডশেডিং চরমভাবে বেড়েছে। প্রতিদিন এসব এলাকায় ২০ থেকে ৩০ বার লোডশেডিং হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক সময় উপজেলাবাসীকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। পল্লী বিদ্যুতের পাকুন্দিয়া এরিয়া অফিসের কর্মকর্তা প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বর্তমান সঞ্চালন লাইনটি খুবই দুর্বল ও জড়াজীর্ণ হওয়ায় পুরোপুরি লোড নিতে পারছে না। এ জন্য লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। উন্নত মানের সঞ্চালন লাইন নির্মাণের কাছ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত আরও কিছুদিন লোডশেডিং হবে। কাজটি দ্রুত শেষ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
×