ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তনু হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৫৯, ৩০ মার্চ ২০১৬

তনু হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, পটুয়া খেলাঘর আসর, সুন্দরম, আলোর মিছিলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংরক্ষিত এলাকায় একজন সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিন্তু অজ্ঞাত কারনে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মানববন্ধন থেকে অবিলম্বে এ ন্যাক্কার জনক ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়, অন্যথায় দেশের সাধারণ মানুষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলবে বলে মত প্রকাশ করেন তাঁরা |
×