ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাট-শরণখোলা সরাসরি বাস ৬০ দিন বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ চরমে

প্রকাশিত: ২২:৪৩, ৩০ মার্চ ২০১৬

বাগেরহাট-শরণখোলা সরাসরি বাস ৬০ দিন বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ লোকাল বাস মালিক সমিতির এক প্রকার সেচ্ছাচারীতার কারনে দীর্ঘ ৬০ দিন ধরে বন্ধ রয়েছে শরণখোলা-বাগেরহাটের সরাসরি বাস সার্ভিস। ফলে এই রুটের হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জনদূর্ভোগ হ্রাসের জন্য পূনঃরায় বাস চালু করতে উভয় সমিতির নেতাদের প্রশাসন ও জনপ্রতিনিধিরা অনুরোধ করলেও বিষয়টি আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট একটি মহল। যে কারণে যাত্রীদের ভোগান্তি ক্রমশ: বাড়ছে। সুন্দরবন সংলগ্ন শরণখোলা হতে জেলা শহর বাগেরহাটের দূরত্ব ৬০ কিলোমিটার হওয়ার পাশাপাশি পথিমধ্যে পানগুছি নদী থাকার কারণে জেলা শহরে পৌছতে নানা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর এ সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মানুষকে এক প্রকার জিম্মি করে অতি মুনফা লুটছে এক শ্রেণীর বাস মালিক। দ্বিগুন সময় ও বাড়তি ভাড়ার পাশাপাশি জনসাধারণের জেলা শহরে পৌছতে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুন। বাধ্য হয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসের ছাদে ঝুলে প্রতিনিয়ত কাজকর্ম সারতে জেলা সদরে যাতায়াত করছেন। শরণখোলা-মোড়েলগঞ্জ ও বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকদ্বয় মোঃ আবু বক্কর ও মোঃ হারুন অর রশিদ মুঠোফোনে জানান, যাত্রীদের দূর্ভোগ লাঘবের জন্য তারা শীঘ্রই বন্ধ থাকা ওই সার্ভিসটি পূনরায় চালুর উদ্দ্যোগ গ্রহণ করছেন।
×