ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গরুর ‘শ্লীলতাহানির’ অভিযোগে গ্রেফতার

প্রকাশিত: ১৯:০৮, ৩০ মার্চ ২০১৬

ভারতে গরুর ‘শ্লীলতাহানির’ অভিযোগে গ্রেফতার

অনলাইন ডেস্ক॥ একটি গাভীকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগে গ্রেফতার হয়ে জেলে গেছেন ভারতের মধ্যপ্রদেশের ৫০ বছর বয়সী এক ব্যক্তি। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম শ্রাবণ ব্যাস। সম্প্রতি কয়েকজন লোক থানায় গিয়ে অভিযোগ করেন, তারা শ্রাবণকে একটি গরুর সম্ভ্রমহানি করতে দেখেছেন। পুলিশ ঘটনাটি আমলে নিয়ে অভিযান চালিয়ে শ্রাবনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শ্রাবণকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় (অস্বাভাবিক যৌন হয়রানির দায়ে দোষী) অভিযুক্ত করা হয়েছে। আদালতের কাঠগড়ায় তোলা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু সুরক্ষাকে অন্যতম অগ্রাধিকারের তালিকায় রেখেছে। আরএসএস ছাড়াও বিজেপির মিত্র দলগুলোর পক্ষ থেকে অনেকে দাবি করেছে গরুকে মানুষের মতো একই সুরক্ষার আওতায় আনতে হবে।
×