ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে তালিমুননেছা মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১৯:০০, ৩০ মার্চ ২০১৬

পার্বতীপুরে তালিমুননেছা মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুর শহরের তালিমুননেছা মহিলা আলিম মাদ্রাসায় ৩ শিক্ষক ও ১ নৈশ্য প্রহরী নিয়োগে ডোনেশন খাতে ৫০ লক্ষ টাকা নিয়ে প্রতিষ্ঠানে জমা না দিয়ে প্রিন্সিপালের মাধ্যমে ভাগাভাগি করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জয়নাল আবেদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়্যারম্যান বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তিনি দুই টার্ম ধরে ম্যানেজিং কমিটিতে আছেন। তিনি জানিয়েছেন গত টার্মে শিক্ষক নিয়োগ মোটেও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। ম্যানেজিং কমিটির সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে সহি স্বাক্ষর নিয়ে কাগজে কলমে মিটিং দেখানো হয়। এই ধারাবাহিকতায় নিয়োগ বিধিমালা অনুসরন না করে বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রিন্সিপাল নূরী বলেছেন বিধিমালা অনুসরন করে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ করা হয়েছে। যোগাযোগ করলে মাদরাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি অধ্যক্ষ নূরূল আমিন আজ বুধবার সকালে জানান, তিনি ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে সদ্য যোগ দিয়েছেন। একারনে আগের ঘটনার দায়ভার তিনি নিতে পারেন না ।
×