ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে ৫০ বছর পর বেসামরিক রাষ্ট্রপ্রধান

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ মার্চ ২০১৬

মিয়ানমারে ৫০ বছর পর বেসামরিক রাষ্ট্রপ্রধান

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারে প্রেসিডেন্ট পদে পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে শপথ নিয়েছেন বেসামরিক একজন ব্যক্তি। সামরিক সরকারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন শেইনের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি দলের নেতা থিন চৌর কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনতে থেইন শেইনতাঁর পাঁচ বছরের শাসনামলে যে সংস্কার কাজ শুরু করেন তারই ধারাবাহিকতায় দেশটিতে ক্ষমতার পালাবদল হল। গত নভেম্বরে অুনষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় এনএলডি। এ্রইজয়ের পরমিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। দলের নেত্রী অং সান সু চি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে না পারলেও, তার মনোনীত নেতা ৬৯ বছর বয়সী থিন চৌ প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুচি জানিয়েছেন, তিনিই অন্তরালে দেশের শাসনভার পরিচালনা করবেন। নতুন মন্ত্রিসভায় বেশিরভাগ সদস্যই এনএলডি দলের। সু চি নিজেও এই তালিকায় রয়েছেন কারণ পররাষ্ট্র, প্রেসিডেন্ট অফিস, শিক্ষা, জ্বালানী এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্ব তার হাতেই থাকছে। তবে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত সংক্রান্ত বিষয়ে নিজেদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের ক্ষমতা বহাল রাখছে সামরিক কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি বাংলা
×