ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসআরএমের তদন্ত কমিটির সময় বাড়তে পারে

প্রকাশিত: ০৩:৫১, ৩০ মার্চ ২০১৬

বিএসআরএমের তদন্ত কমিটির সময় বাড়তে পারে

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার মেয়াদ আরও ১০ কার্যদিবস বাড়তে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুনভাবে বিএসইসির কাছে সময় চেয়ে আবেদন করেছে কমিটি। তাতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ১০ কার্যদিবস সময় চাওয়া হয়েছে। বিএসইসি এই আবেদন মঞ্জুর করলে আরও ১০ কার্যদিবস সময় পাবে কমিটি। এর আগে গঠিত কমিটিকে ২০ কার্যদিবস পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময় দেয়া হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার ডরিন পাওয়ারের তালিকাভুক্তির অনুমোদন ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার ডিএসইর বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়। তালিকাভুক্তির অনুমোদন পাওয়ায় কোম্পানিটি আইপিওতে বিজয়ী শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে শেয়ার জমা প্রদান করবে। শেয়ার জমা হওয়ার পর কোম্পানির শেয়ার লেনদেনে তারিখ ঘোষণা করবে ডিএসই। উল্লেখ্য, গত বছরের ৩০ নবেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০তম সভায় ডরিন পাওয়ারকে আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের অনুমোদন দেয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ কোম্পানির আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৯ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×