ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ১১টি কৃষি পণ্যে প্যাটের ব্যবহার ব্যধতামূলক হচ্ছে : মির্জা আজম

প্রকাশিত: ০১:৫৪, ২৯ মার্চ ২০১৬

আরও ১১টি কৃষি পণ্যে প্যাটের ব্যবহার ব্যধতামূলক হচ্ছে : মির্জা আজম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, আগামী এক মাসের মধ্যে কৃষিজাত আরও ১১টি পণ্যে পাটের ব্যবহার বাধ্যতামূলকের ঘোষণা আসছে। এর মধ্যে আদা, রসুন, কাচামঁরিচ, আলু, হলুদসহ আরও কিছু পণ্যে রয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকার ৬টি পণ্যে পাটের প্যাকেজিং বাধ্যতামূলক করেছে। তবে চিনি ও সারের ক্ষেত্রে ৫০ শতাংশ বাল্ক বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। মঙ্গলবার বাংলাদেশ জুট স্পীনার্স এসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছরে বাংলাদেশ গত বছরের তুলনায় ২০ লাখ বেল পাট বেশি উৎপাদন করবে। ইতিমধ্যে কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন, সোনালী আঁশ আবারো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। মির্জা আজম বলেন, ১৯৮০ সালের পর থেকে কৃষকরা পাটের বীজের জন্য পাশ্ববর্তী ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ আমাদের এখানে পাট বীজ উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। আগামীতে এই সমস্যা দূর করতে কৃষকদের উদ্ধুদ্ধ করা হবে। প্রয়োজনের কৃষকের উৎপাদিত বীজ সরকার কিনে নেবে। বেশি দাম পেলে তারা উৎপাদনে মনোযোগ দেবেন। তিনি বলেন, ভারতে এবারে বীজের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশে বীজের দাম কিছুটা বাড়লেও কৃষকের বীজ পেতে তেমন কোন সমস্যা হবে না বলেও তিনি জানান। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সংগঠনের সভাপতি আহমেদ হোসেন। লিখিত বক্তব্যে আহমেদ হোসেন বলেন, দেশের পাঠ রফতানি বাণিজ্য গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই শিল্প ও পাট পণ্য ব্যবসার অস্বিস্ত টিকিয়ে রাখতে এই খাত সংশ্লিষ্ট সকলেও সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ২০১৪-১৫ অর্থবছরে মোট পাট রফতানির পরিমাণ ছিল ৮.১৭ লাখ মেট্রিকটন, আয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৬০৯ কোটি টাকা। কাঁচা পাটসহ মোট রফতানি হয়েছে ৬ হাজার ৩৬২ কোটি টাকা। এর আগে ২০১৩-১৪ সালে মোট রফতানির পরিমাণ ছিল ৭দশমিক ৯০ লাখ মেট্রিকটন এবয় আয়ের পরিমাণ ৫ হাজার ৬২ কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় পাট ও পাটজাত রফতানি আয় বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। এ সময় সংগঠনের মহাসচিব শহীদুল করিম, ডিএসইর সাবেক পরিচালক মোহাম্মদ শাহজাহান ও দেশের বিভিন্ন স্থানের পাটকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×