ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি পেল রূপালী ব্যাংক

প্রকাশিত: ০১:১৪, ২৯ মার্চ ২০১৬

 মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি পেল রূপালী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম সরকারি ব্যাংক হিসেবে মোবাইল ব্যাংকিংয়ে সেবা প্রদানের অনুমতি পেয়েছে রূপালী ব্যাংক। ব্যাংক সুত্রে জানা গেছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর জন্য ব্যাংকটিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকটি অর্থ লেনদেনের পরিবর্তে বেতন পরিশোধ সেবা প্রদান সুবিধাকে গুরুত্ব দিবে। এ নিয়ে দেশে ২৯টি ব্যাংককে এমএফএস সেবা প্রদানের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে ১৮টি ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের এ সেবা চালু রয়েছে। এমএফএসের মাধ্যমে এসব প্রতিষ্ঠান রেমিট্যান্স পাঠানো, অর্থ লেনদেন, ভাতা প্রদান, বিল পরিশোধ, বেতন পরিশোধ, বিমার প্রিমিয়াম প্রদান, মোবাইলে ব্যালেন্স রিচার্জসহ নানা সুবিধা দিয়ে থাকে। বর্তমানে এ সেবার মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ সাড়ে পাঁচশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে এসব লেনদেনের ৮০ শতাংশই ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এবারই এ সেবা প্রদানে অনুমতি প্রাপ্তের তালিকায় কোনো সরকারি ব্যাংকের নাম যুক্ত হল। তবে ব্যাংকটি এখনো এ সেবা প্রদান শুরু করেনি। এ বিষয়ে রূপালী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় মাস খানেক আগে রূপালী ব্যাংক এ সেবা চালুর অনুমতি পেয়েছে। খুব শিগগির ব্যাংকটি এ সেবা প্রদান শুরু করবে। তবে এক্ষেত্রে সাধারণ অর্থ লেনদেনের পরিবর্তে বেতন পরিশোধ সেবা প্রদান সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, লেনদেন সহজ ও সুবিধাজনক হওয়ায় দিন দিন এর গুরুত্ব বাড়ছে। এসব বিবেচনায় রূপালীকে সেবা প্রদানে এনওসি দেওয়া হয়েছে।
×