ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইলসন স্কুলের দুই শিক্ষার্থীর বহিস্কারাদেশ স্থগিত

প্রকাশিত: ০০:৫৬, ২৯ মার্চ ২০১৬

 উইলসন স্কুলের দুই শিক্ষার্থীর বহিস্কারাদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী বাড্ডা এলাকার স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী মালিহা মুসকান আহমেদ ও মানইউ আহমেদকে বহিস্কার করে স্কুল কর্তৃপক্ষের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই দুই শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রুলে দুই শিক্ষার্থীকে বহিস্কারের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার আদালতে রিটাকরীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুল ইসলাম ভুইয়া ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
×