ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডরিন পাওয়ার জেনারেশনকে তালিকাভুক্তির অনুমোদন

প্রকাশিত: ০০:৫১, ২৯ মার্চ ২০১৬

ডরিন পাওয়ার জেনারেশনকে তালিকাভুক্তির অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার ডিএসইর বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তালিকাভুক্তির অনুমোদন পাওয়ায় কোম্পানিটি আইপিওতে বিজয়ী শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে শেয়ার জমা প্রদান করবে। শেয়ার জমা হওয়ার পর কোম্পানিটির শেয়ার লেনদেনে তারিখ ঘোষণা করবে ডিএসই। উল্লেখ্য, গত বছরের ৩০ নবেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০তম সভায় ডরিন পাওয়ারকে আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ কোম্পাটির আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৯ টাকা। কোম্পানির চাহিদার বিপরীতে ৭০৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার ২শ’ টাকার আবেদন জমা পড়ে। যা কোম্পানির চাহিদার তুলনায় ১২.২৩ গুণ।
×