ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিটিসিএল ইন্টারনেট গ্রাহকরা চরম ভোগান্তিতে

প্রকাশিত: ২১:২৪, ২৯ মার্চ ২০১৬

টাঙ্গাইলে বিটিসিএল ইন্টারনেট  গ্রাহকরা চরম ভোগান্তিতে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী (বিটিসিএল) এর ইন্টারনেট গ্রাহক ভোগান্তি চরমে উঠেছে। গত চারদিন যাবৎ এ জেলার ইন্টাননেট গ্রাহকরা এ সুবিধা ভোগ থেকে বঞ্চিত রয়েছে। ইন্টারনেট ব্যবহারে এ অসুবিধার ফলে বৃহৎ গ্রাহক হারানোর সম্মুখিন দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্বের সর্বোচ্চ সম্ভাবনাময় এ কোম্পানীটি। ইতিমধ্যেই অনেক গ্রাহক বিটিসিএল এর সংযোগ বিচ্ছিন্ন করে বেসরকারী কোস্পানীর ইন্টারনেট ব্যবহার শুরু করেছে। এ ব্যাপারে বিটিসিএল এর এসিস্ট্যান্ট জুনিয়র ম্যানেজার আজিমুল হক তামিম বলেন, ফাইবার অপটিক্যাল লাইনে ক্রটি দেখা দেয়ায় ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। এর উন্নয়ন কাজ চলছে, দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
×