ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তনু’র হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে মানবন্ধন

প্রকাশিত: ২০:৫৬, ২৯ মার্চ ২০১৬

তনু’র হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে মানবন্ধন

বাকৃবি সংবাদদাতা ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের বিচারের দাবী এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন সড়কে ওই মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহস্থ বৃহত্তর কৃমিল্লা সমিতি। বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড, হারুণ-অর-রশিদ, অধ্যাপক ড. সুভাস চন্দ্র দাস, অধ্যাপক ড. মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, ড. মহিউদ্দিন, শাকিল মাহমুদ, শাহরিয়া মুনির, মুসা প্রমূখ। মানববন্ধনে ক্যান্টেমেন্টের মত নিরাপত জায়গায় এ ধরনের হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা অনতিবিলম্বে তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
×