ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণের লিফলেট আক্রমণ

প্রকাশিত: ১৮:২৬, ২৯ মার্চ ২০১৬

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণের লিফলেট আক্রমণ

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার একটি গ্রুপ প্রতিবেশী উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নিন্দা-মন্দ করে আকাশ থেকে হাজার হাজার লিফলেট ছিটিয়েছে। দুটো দেশের সীমান্ত এলাকায় বড় বড় হিলিয়াম বেলুনের করে এসব লিফলেট ছড়ানো হয়। এই গ্রুপটির নাম ফাইটার্স ফর ফ্রি নর্থ কোরিয়া। সীমান্ত এলাকার আকাশ থেকে লিফলেট ছিটানোর এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং-উনের পক্ষ ত্যাগ করে আসা আরো কয়েকজন কর্মকর্তা। গত তিনদিনে এরকম ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। বলা হচ্ছে, আকাশ থেকে বেলুনে করে এসব লিফলেট ছোঁড়া হয়েছে এগুলো যাতে উত্তর কোরিয়ার ভেতরে গিয়ে পড়ে সেজন্যে। আকাশ থেকে ছুঁড়ে ফেলা এরকম প্রায় এক লাখ লিফলেটে উত্তর কোরিয়ান নেতার তীব্র সমালোচনা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, অনেক লিফলেটে লেখা হয়েছে: পরমাণু-উন্মাদ কিম জং-উনের দিকে আগুনের গোলা ছুড়ে মারা হোক, আমরা চাই কিম জং উনের মাথা ইত্যাদি। এই একই গ্রুপ গত শনিবারও আকাশ থেকে ৫০ হাজার লিফলেট ফেলেছিলো। গ্রুপটি পরিকল্পনা করছে আগামী তিন মাসের মধ্যে এরকম এক কোটি লিফলেট ফেলতে। গ্রুপটির ওয়েবসাইটে বলা হয়েছে, উত্তর কোরিয়া যাতে তার পরমাণু পরিকল্পনা পরিত্যাগ করে সেই উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি। এসব লিফলেট ছিটানোয় উত্তর কোরিয়া এর আগেও ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের হুমকি দিয়েছে। পরমাণু কর্মসূচিকে ঘিরে দুটো দেশের উত্তেজনার মধ্যেই এসব লিফলেট ছিটানো হলো। এর আগে ২০১৪ সালেও উত্তর কোরিয়ার সৈন্যরা এরকম কিছু হিলিয়াম বেলুন গুলি করে মাটিতে নামানোর চেষ্টা করলে দুটো দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছিলো। সূত্র : বিবিসি বাংলা
×