ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চান নোমান

প্রকাশিত: ০৮:৪৫, ২৯ মার্চ ২০১৬

তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চান নোমান

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীর তদন্ত দাবি করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সোমবার এক মানববন্ধন কর্মসূচীতে বলেন, সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। বিচার বিভাগের তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য বের করতে হবে। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তনু হত্যার বিচার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে প্রতিদিন শুধুমাত্র ধর্ষণের কারণে পাঁচজন নারীর মৃত্যু হচ্ছে। সবাই জানে তনুকে হত্যা করা হয়েছে। এর বাইরে যে কত ধর্ষণের ঘটনা ঘটছে তার খবর আমরা পাই না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, সহসভাপতি রাবেয়া সিরাজ, নুর জাহান ইয়াসমিন, নার্গিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ হালিমা আরলী ও মহানগর সভাপতি সেলিমা আহমেদ এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন।
×