ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চতুর্থ পর্বে কারবার-আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:৩০, ২৯ মার্চ ২০১৬

চতুর্থ পর্বে কারবার-আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং স্পেনের গারবিন মুগুরুজার মতো তারকারা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই কারবার ১-৬, ৬-২ এবং ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পরই অসুস্থতার কারণে রিটায়ার্ড অবসর নেন হল্যান্ডের কিকি বার্টেন্স। দুর্দান্ত ফর্মে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৩ এবং ৬-০ গেমে পরাজিত করেন পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে। এছাড়া স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা ৬-১ ও ৬-০ সেটে আমেরিকার নিকোল গিবসকে উড়িয়ে দিয়ে মিয়ামি ওপেনের চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করেন। সময়টা বেশ ভালই কাটছে ভিক্টোরিয়া আজারেঙ্কার। এই মৌসুমের শুরুতেই যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি! তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন মিয়ামি ওপেনেও। তবে র‌্যাঙ্কিংয়ের ৪১ নাম্বারে থাকা কিকি বার্টেন্সের বিপক্ষে প্রথম সেটে কিন্তু হেরে গিয়েছিলেন দ্বিতীয় বাছাই কারবার। কিন্তু দ্বিতীয় সেটেই আবার ঘুরে দাঁড়ান তিনি। তিন নাম্বার সেটেও ৩-০ গেমে এগিয়ে যান কারবার। এরপরই ইনজুরির কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান হল্যান্ডের বার্টেন্স। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী এ্যাঞ্জেলিক কারবার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি কিকি অসাধারণ একজন খেলোয়াড়। প্রথম সেটে তো দুর্দান্ত খেলেছে সে। যদিওবা শুরুতে আমি ছন্দই খুঁজে পাচ্ছিলাম না। তারপরও আমি ম্যাচে থাকার চেষ্টা করেছি। লড়াই চালিয়ে গেছি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ যদি অবসর নিয়ে নেয় তাহলে অবশ্যই তা খুব দুর্ভাগ্যজনক। আশাকরি সে খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরবে। আর পরের রাউন্ডে জায়গা করে নিয়ে আমি খুবই আনন্দিত।’ পায়ের ইনজুরির কারণে গত দুই মৌসুমে কোর্টে খুঁজে পাওয়া যাচ্ছিল না ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও। তবে গত সপ্তাহে শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলসের সৌজন্যেই স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিএনপি পরিবাস ওপেনের ফাইনালে আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই মিয়ামির কোর্টে নামেন তিনি। এমনকি ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সঠিক পথেই এগুচ্ছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। তৃতীয় পর্বে তিনি পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে পরাজিত করেন। ম্যাচ শেষে রোমাঞ্চিত আজারেঙ্কা বলেন, ‘প্রতিপক্ষের বিপক্ষে আমি সবসময়ই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। প্রতিটি শটেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি আর প্রতিপক্ষকে ফেরার কোন সুযোগই দেইনি আমি। কারণ একবার যদি কাউকে আপনি সুযোগ দেন তাহলে সে বারবারই কাজে লাগানোর চেষ্টা করবে। আমার সেরাটা খেলতে পেরে আমি খুবই সন্তুষ্ট। আমি আমার সুযোগগুলো কাজে লাগিয়েছি এবং প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগও করে রাখতে পেরেছি।’ মিয়ামি ওপেন জিততে পারলে নতুন এক রেকর্ড গড়বেন আজারেঙ্কা। অস্ট্রেলিয়ার কিম ক্লাইস্টার্সের পর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন টানা এই দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি।
×