ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবজাতকদের সুচিকিৎসা বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ মার্চ ২০১৬

নবজাতকদের সুচিকিৎসা বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন

নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিত করা ও ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট প্রটোকল অব নিউবর্ন ডক্টরস হ্যান্ডবুক) বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের দ্বিতীয় তলায় এম আর খান ক্লাসরুমে সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের উদ্যোগে বের হওয়া এই বইয়ের প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ডাঃ সঞ্জয় কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া, শিশু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী আলী কাওসার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শাহানা আখতার রহমান, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামালসহ নবজাতক বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি বিমান বাহিনী প্রধানের তুরস্ক যাত্রা বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার তুরস্কে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন এয়ার ওয়ারফেয়ার ২০১৬ (আইএসএডব্লিউ)’এ অংশগ্রহণের উদ্দেশে সস্ত্রীক দুই জন সফরসঙ্গীসহ এক সরকারী সফরে সোমবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের উর্ধতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়সহ তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফিরে আসবেন।-আইএসপিআর
×